ভুলে যেতে শিখে গেছি !
তুমি যেদিন ছেড়ে যাবে বললে, বিশ্বাস করো প্রিয় আমি এতো কেঁদেছিলাম যে পাশের ঘর থেকে আমার মা আমার কান্না শুনতে পেয়েছিল। তোমাকে ছাড়া কিভাবে থাকবো তা ভাবতেই আমি বাচ্চাদের মত হাউ মাউ করে কেদেছি। বার বার ভেবে ছিলাম এই মুহূর্তে মরে গেলে খুব ভালো হতো। বেঁচে যেতে পারতাম। মানুষ আত্নহত্যা করে বাঁচার জন্য। আমার দম বন্ধ হয়ে আসছিল। তোমার নিষ্ঠুরতা আমাকে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলছিলে।