Publish My Attokotha

Silent Notebook শুধু একটি ব্লগ নয়, এটি একটি বিশ্বাসযোগ্য জায়গা, যেখানে আপনি নিজের মনের গভীর কথাগুলো নির্ভয়ে প্রকাশ করতে পারেন। সমাজ, সম্পর্ক, মানসিক চাপ, ব্যক্তিগত সংগ্রাম, অপূর্ণতা কিংবা জীবনের অব্যক্ত অনুভূতি-সবকিছুই এখানে প্রকাশের সুযোগ রয়েছে। আপনি চাইলে পুরোপুরি নাম-পরিচয় গোপন রেখেই আপনার লেখা আমাদের কাছে পাঠাতে পারেন। গোপনীয়তা আমাদের কাছে অগ্রাধিকার।

আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষের জীবনে কিছু গল্প থাকে যা বলা হয় না, কিন্তু বলা দরকার। Silent Notebook সেই না বলা কথাগুলো বলার একটি মুক্ত ও সহানুভূতিশীল প্ল্যাটফর্ম।

আত্মকথা প্রকাশের নিয়মাবলি

  • লেখাটি অবশ্যই আপনার নিজের হতে হবে। অন্যের লেখা বা কপিপেস্ট করলে তা বাতিল হবে।
  • লেখা হতে হবে পরিষ্কার, গুছানো এবং ধারাবাহিক।
  • অশ্লীল, মানহানিকর, ঘৃণামূলক বা বিভ্রান্তিকর কনটেন্ট গ্রহণযোগ্য নয়।
  • একজন ব্যক্তি একাধিক লেখা পাঠাতে পারেন, প্রতিটি আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
  • ইমেল বা পরিচয় দেওয়া বাধ্যতামূলক নয়। আপনি চাইলে পরিচয় গোপন রাখতে পারেন।
  • লেখা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রকাশ করা হবে। প্রয়োজনে সম্পাদনা করা হতে পারে।

দায়বদ্ধতা সংক্রান্ত ঘোষণা

Silent Notebook একটি স্বাধীন মত প্রকাশের প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত প্রতিটি লেখার দায়ভার লেখকের নিজের। প্রকাশিত কনটেন্টের তথ্যের সত্যতা, উৎস বা এর ফলে সৃষ্ট যে কোনো সমস্যা বা আইনি জটিলতার জন্য Silent Notebook দায়ী থাকবে না। পাঠকের পাঠানো কনটেন্ট নিয়ে কোনো ধরনের জবাবদিহি করার বাধ্যবাধকতা নেই।

লেখা পাঠানোর পদ্ধতি

আপনি নিচের যেকোনো একটি মাধ্যমে আপনার লেখা পাঠাতে পারেন:

শেষ কথা

প্রত্যেক মানুষ চায় কেউ একজন তার কথা মনোযোগ দিয়ে শুনুক। Silent Notebook সেই শ্রোতার ভূমিকায় দাঁড়ায়। আপনার একটি গল্প হয়তো কাউকে জীবনের নতুন দিশা দেখাতে পারে। লিখুন, নিজের কণ্ঠস্বর খুঁজে পান। বাকিটা আমরা দেখব।



Silent Notebook is more than just a blog. It is a trusted space where you can express your deepest thoughts and emotions without fear. Whether it’s about society, relationships, mental health, personal struggles, or unspoken feelings, you are welcome to share your words. You can remain completely anonymous if you prefer. Your privacy is our priority.

We believe that everyone carries stories inside them—stories that are often left untold. Silent Notebook is a platform to bring those untold thoughts into light with compassion and freedom.

Submission Guidelines

  • Your submission must be your own original writing. Copied or plagiarized content will not be accepted.
  • Your content should be clear, well-structured, and coherent.
  • We do not accept obscene, defamatory, hateful, or misleading content.
  • You may submit multiple entries. Each submission will be reviewed individually.
  • Email or contact information is optional. You may choose to remain anonymous.
  • Your writing will be published with complete confidentiality. Minor edits may be made for clarity or readability.

Disclaimer

Silent Notebook is an open platform for personal expression. Each writer is solely responsible for the accuracy, source, and impact of the content they submit. Silent Notebook does not take any responsibility for personal, social, or legal issues that may arise from published content. We are not obligated to respond to or justify the opinions expressed by contributors.

How to Submit

You can submit your writing through any of the following methods:

We accept submissions in Bengali or English. Stories, experiences, reflections, or mental health journeys—all are welcome.

Final Note

Everyone longs for someone who will truly listen. Silent Notebook is here to be that listener. Your story might be the light someone else needs. Write freely and find your voice. We’ll take care of the rest.